প্রতিনিধি 26 November 2024 , 11:42:01 প্রিন্ট সংস্করণ
সৈয়দ রাসেল, কলাপাড়া(পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে ২৫ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করেছে নিজামপুর কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ৭নং ওয়ার্ড নিজামপুর এলাকায় অভিযান পরিচালনা কালে এক ব্যক্তির গতিবিধি সন্দেহ জনক মনে হলে। তাকে থামানোর চেষ্টা করলে কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে সাথে থাকা একটি বাজারের ব্যাগ ফেলে পাশ্ববর্তী ঘনবসতি এলাকায় পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশী করে ব্যাগে রাখা তিনটি কার্টুন থেকে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া সেল কর্মকতা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। পরে জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মহিপুর থানায় হস্তান্তর করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, জব্দকৃত ইয়াবা থানার মালখানায় সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।