অন্যান্য

মহেশখালীতে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদ্যাপন

  প্রতিনিধি 10 December 2024 , 4:40:02 প্রিন্ট সংস্করণ

সুমন চন্দ্র দে

সারা দেশের ন্যায় মহেশখালীতে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৪ইং উদ্যাপিত হয়েছে। এবারের প্রতিবাদের বিষয় ছিল “দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা- গড়বে আগামীর শুদ্ধতা”।

০৯ ডিসেম্বর (সোমবার) আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মহেশখালী উপজেলা প্রশাসন ও মহেশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন-কক্সবাজার এর সার্বিক সহযোগিতায় উক্ত দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দুদক পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনসহ পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।

উক্ত অনুষ্ঠানে র‌্যালী ও মানববন্ধন শেষে মহেশখালী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আশীষ চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা উপজেলার ঐতিহাসিক বাবু দীঘির পশ্চিম পাশে আগুনের পরশমনি চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: হেদায়েত উল্লাহ, বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রীপুরা, দুদক মহেশখালী উপজেলা কমিটির সাবেক সভাপতি ডাঃ মোঃ ফিরোজ খাঁন, বাংলাদেশ জামায়াত ইসলামির দক্ষিণ শাখার আমির মাষ্টার শামীম ইকবাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রাজেশ খান্না শর্মা সুশীল, দুদক এর মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, সুব্রত দত্ত, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, আইন শৃংঙ্খলা বাহিনী, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধিগন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ