প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৫, ৪:৫২ পি.এম
মহেশখালীর কুতুবজুম ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা শেখ কামাল আটক

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এড. শেখ কামালকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুতুবজোমের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে শেখ কামাল কে আটক করেছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রয়েছে বলে জানান ওসি। এছাড়াও তার বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা রয়েছে বলে জানা যায়।
সারাদেশে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.