প্রতিনিধি 2 November 2024 , 7:22:27 প্রিন্ট সংস্করণ
সুমন চন্দ্র দে,
মহেশখালী (কক্সবাজার)
মহেশখালী উপজেলায় বিভিন্ন স্থানের বাজার ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মহেশখালী উপজেলা প্রশাসনের প্রতিনিয়ত বাজার মনিটরিং অব্যহত রয়েছে। মহেশখালী উপজেলা প্রধান প্রধান বাজার সমূহে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এছাড়াও রেস্টুরেন্ট সমুহে নোংরা ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
মহেশখালী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যহত রাখতে ০২ নভেম্বর (শনিবার) বিকেলে শাপলাপুর ইউনিয়নের শাপলাপুর বাজার মনিটরিং এর অংশ হিসেবে দীপক ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহেশখালী কর্তৃক বাজারের নিত্যপন্যের দাম থেকে শুরু করে ব্যবস্থাপনাসহ প্রতিটি বিষয় তদারকি করা হয়েছে। ঐসময় ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে নিত্যপণ্য বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না করা এবং রেস্টুরেন্ট নোংরা ও অপরিস্কার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ০৪(চার) ব্যক্তিকে মোট ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বাজার মনিটরিংয়ের সময় সাধারণ মানুষের মুখে খুশির চিহ্ন দেখা গেলেও কয়েকজন উপস্থিত জনতা বলে উঠলো – এই অভিযানে ব্যবসায়ীদের অর্থদণ্ড হিসেবে কিছু ক্ষতিপূরণ দিলেও ব্যবসায়ীরা তা সাধারণ ক্রেতাদের থেকে পুষিয়ে নিবে।
অভিযানের সময় মহেশখালী উপজেলা প্রশাসনের থেকে বলা হয়েছে- এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের শাস্তি স্বরূপ দন্ড দেওয়া হবে।