সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
পাহাড় দ্বীপ মহেশখালীতে বস্তুনিষ্ট সংবাদ সংগ্রহের অগ্রনী ভূমিকা পালনের কলম সৈনিকদের অন্যতম সংগঠন "মহেশখালী প্রেস ক্লাব"। দীর্ঘ কয়েক মাসের প্রতিক্ষার অবসান ঘটিয়ে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অদ্য ৩ ফ্রেব্রুয়ারি ২০২৫ (সোমবার) মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মহেশখালী প্রতিনিধি জয়নাল আবেদীন- সভাপতি, কক্সবাজার সংবাদের প্রতিনিধি সৈয়দ মুস্তাফা আলী (বিডিআর)- সহ-সভাপতি, দৈনিক ইনানীর প্রতিনিধি জিকির উল্লাহ জিকু- সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের প্রতিনিধি শাহাব উদ্দিন- যুগ্ম সাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দৈনিক হিমছড়ির প্রতিনিধি মোহাম্মদ তারেক- সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমার দেশ প্রতিনিধি মকসুদুর রহমান- অর্থ সম্পাদক(বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দৈনিক নয়া বাংলার প্রতিনিধি আব্দু রশিদ- দপ্তর ও প্রচার সম্পাদক(বিনা প্রতিদ্বন্দিতায়) নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন সদ্য সাবেক সভাপতি আবুল বশর পারভেজ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকু সদ্য সাবেক সাধারণ সম্পাদক সালামত উল্লাহ স্থল বিশেষ হলেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মহেশখালী প্রেস ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
মহেশখালী প্রেসক্লাবের অনুষ্ঠিত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফজলুল করিম।
নির্বাচন চলাকালে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায়সার হামিদ, মহেশখালী নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ মন্নান পর্যবেক্ষণে আসেন। বিজয়ীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।