অন্যান্য

মহেশখালী প্রেস ক্লাবের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি 21 March 2025 , 4:10:20 প্রিন্ট সংস্করণ

সুমন চন্দ্র দে

 

মহেশখালী উপজেলার কলম সৈনিকদের আদর্শিক সংগঠন মহেশখালী প্রেস ক্লাবের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 

অদ্য ২১শে মার্চ (শুক্রবার) বিকাল ৪টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিকু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানা ইনচার্জ কাইছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ হেদায়েত উল্যাহ বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজে লুকিয়ে থাকা নানা অপরাধ জনসম্মুখে তুলে আনে। তাইন সমাজ পরিবর্তনে সাংবাদিকদের সঠিক ও তথ্যবহুল সংবাদ তুলে ধরা জরুরি। এ সময় মহেশখালী প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের আহ্বান জানান ইউএনও হেদায়েত উল্যাহ।

 

এছাড়াও বক্তব্য রাখেন – মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, জামায়াত ইসলামী মহেশখালী দক্ষিণ শাখার আমির মাস্টার শামীম ইকবাল, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সিনিয়র আইনজীবী এডভোকেট হামিদুল হক, সাবেক চেয়ারম্যান রুহুল কবির বাবুল, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা।

 

এসময় আরো উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। এ সময় পবিত্র রমজান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত করেন- মোহাম্মদ শহীদুল্লাহ।

 

পরে মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জনাব জয়নাল আবেদীন এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মহেশখালী প্রেস ক্লাবের অনুষ্ঠিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতারের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ