ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।
২৫ মে রবিবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী (২৫-২৭ মে) “ভূমি মেলা ২০২৫”-এর উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক, মাগুরা মোঃ অহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যেখানে জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্গমচারীগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক ভূমি সেবার ডিজিটাল রূপান্তর ও সহজীকরণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “নাগরিকরা যেন নিজেরাই ঘরে বসে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারির আবেদনসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারেন—এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, মাগুরা; জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।
মেলা উপলক্ষে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একাধিক স্টল বসানো হয়েছে। এই স্টলগুলো থেকে ভূমি সেবা সম্পর্কিত কর্কমর্তা ও কর্মচারীরা “ওয়ান স্টপ সার্ভিস” এর আদলে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করবেন। এছাড়াও, মেলায় আগত সেবাপ্রার্থী ও জমির মালিকগণ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পাচ্ছেন।