অন্যান্য

মাগুরাতে ৮ মাসের মেয়েসহ মায়ের মৃত্যু!

  প্রতিনিধি 25 June 2025 , 8:12:44 প্রিন্ট সংস্করণ

মোঃইকরামুল হাসান ক্রাইম রিপোর্টার মাগুরা

মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে আজ বুধবার সকালে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা সেতু (২৫) ও ৮ মাসের মেয়ে আনিশার মৃত্যু হয়েছে।মমতাময়ী মা সন্তানকে কোলে করে ঐ রাইচ কুকারের ভাত চামচ দিয়ে নাড়ছিলেন।এ সময় চামচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা গুরুত্বর আহত হয়। স্থানীরা বিষয়টি জানতে পেরে অসুস্থ্য মা-মেয়েকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন

সেতুর স্বামীর মোঃআওয়াল মোল্লা।এ ঘটনার পর এলাকায় চলছে শোকের ছায়া।

স্থানীয়রা জানান,
আজ বুধবার বাদ আসর তাদের নিজ গ্রাম টিলাতে জানাজার নামাজ সম্পন্ন হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ