অপরাধ

মাগুরায় অবৈধ অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

  প্রতিনিধি 21 March 2025 , 3:49:49 প্রিন্ট সংস্করণ

মোঃইকরামুল হাসান
মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের মোঃ আঃ ওহাব মিয়ার ছেলে মোঃ সান্টু মিয়া(৩৫) ও সদরের লক্ষীকান্দর গ্রামের জ্বগেশ্বর দাসের ছেলে জয় কুমার দাস (৩০) তাদের কে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মাগুরা আর্মি ক্যাম্পের মেজর মোঃ সাফিন জানান,
মাগুরা আর্মি ক্যাম্প গোপন সংবাদের ভিত্বিত্তে বৃহঃপতিবার দীবাগত রাতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেপ্তার কারতে সক্ষম হয় যৌথবাহিনী।
এ সময় তাদের বাড়ী থেকে  উদ্ধার করা হয় বেশ কিছু অবৈধ দেশীয় বিদেশী অস্ত্র,
উল্লেখ্য ১ টি ওয়ান শুটার গান,তাজা এ্যামু,দেশীয়  ১ টি বড় রাম দা,দেশীয় একটি হাত কুড়াল, জব্দ করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামাদী সহ তাদেরকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আয়িব আলী জানান অস্ত্রসহ গ্রেপ্তারকৃদের থানায় হেফাজতে রাখা হয়ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ