অপরাধ

মাগুরায় এবার ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

  প্রতিনিধি 9 March 2025 , 7:30:55 প্রিন্ট সংস্করণ

মাগুরার মহম্মদপুর থানা। ফাইল ছবি

ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার

মাগুরার মহম্মদপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে খন্দকার তৌহিদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (৯ মার্চ) সন্ধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়।
স্থানীয় সূত্রে যানা যায়, তৌহিদুল ইসলাম কর্মসূত্রে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর এলাকায় থাকেন। তৌহিদুল ইসলাম ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে জুসের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাকে ধরে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে দেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, আটক হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ