প্রতিনিধি 9 August 2025 , 6:21:43 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার
মাগুরায় সেনা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে শহরের ভায়নামোড় এলাকার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে পরিচালিত এ অভিযানে ৯ কেজির অধিক গাঁজা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব সিপিসি-২ ঝিনাইদহ কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মোঃ বদরুদোজা। এ সময় সেনাবাহিনী ও পুলিশের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহনের একটি পার্সেল তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।