অন্যান্য

মাগুরায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান: অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

  প্রতিনিধি 8 May 2025 , 6:58:54 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় সেনাবাহিনীর পরিচালিত এক গোপন অভিযানে একটি রিভলভার ও চার রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে মাগুরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মোহাম্মদপুর থানার অন্তর্গত বালিদিয়া গ্রামের বাসিন্দা মোঃ ইমরুল শিকদার (৪০)-এর বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুদের গোপন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতেই পরিচালিত হয় অভিযানটি। তল্লাশিকালে তার বাড়ি থেকে একটি রিভলভার ও চার রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি বজায় রাখে। অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আটক ব্যক্তির পরিচয়:

নাম: মোঃ ইমরুল শিকদার (৪০)

পিতা: মৃত নওশের আলী শিকদার

গ্রাম: বালিদিয়া, পোস্ট: নহাটা

থানা: মোহাম্মদপুর, জেলা: মাগুরা

পরে আটক ব্যক্তিকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনাবাহিনীর এই দ্রুত, সুসংগঠিত ও সুনির্দিষ্ট অভিযানে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির আবহ বিরাজ করছে। অনেকে মনে করছেন, এ ধরনের অভিযান অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা পালন করবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ