মোঃ ইকরামুল হাসান, মাগুরা
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের জোকা গ্রামে চা খেতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় একজন পরিচিত পাঠ ব্যবসায়ী লিটন (৪৫)। মঙ্গলবার (তারিখ উল্লেখ করুন) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
লিটন মৃত আলাল উদ্দিনের ছেলে এবং জোকা গ্রামের একজন স্বনামধন্য পাঠ ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। দিনভর ব্যবসায়িক কাজ শেষে প্রতিদিনের মতো স্থানীয় মোঃ সামীমের টং দোকানে চা খেতে যান তিনি। তবে এদিন চায়ের দোকানে বসে থাকা অবস্থায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় এক সন্ত্রাসী চক্র লাঠি ও দেশীয় হাতুড়ি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় লিটন গুরুতর আহত হন। একই সময় চায়ের দোকানে থাকা দোকান মালিক মোঃ সামীমের বড় মেয়ে ওই সন্ত্রাসী হামলার শিকার হন এবং তিনিও আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লিটনের সঙ্গে থাকা প্রায় দুই লক্ষ টাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে রয়েছে ধর্ষণ, গরু-ছাগল ও সরকারি গাছ চুরির একাধিক অভিযোগ।