সারাদেশ

মাগুরায় জমি সংক্রান্ত বিরোধে হামলা একই পরিবারের ৪ নারী সহ আহত ৫ 

  প্রতিনিধি 9 April 2025 , 7:09:07 প্রিন্ট সংস্করণ

মোঃ ইকরামুল হাসান:

মাগুরার শালিখার উত্তর শরুশুনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে সোমবার সকাল ৮টায় এক হামলায় একই পরিবারের চার নারী সহ ৫ জন আহত হয়েছে।এদের মধ্যে চার জন শালিখা হাসপাতালে ভর্তি হয়েছে।দুই নারীর অবস্থা আশংকা জনক।

 

আহতরা হলো উত্তর শরুশুনা গ্রামের আলমগীর হোসেন পিতা বদর উদ্দিন,রিয়া পিতা- মাহাবুবুর রহমান, রওশনারা পিতা বদর উদ্দিন,সোফিয়া খাতুন স্বামী বদর উদ্দিন ও আশা স্বামী জাহাঙ্গীর হোসেন।

 

আহত আলমগীর হোসেন জানায়, জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে গ্রামের কয়েক জন আমাদের উপর হামলা করে।এতে আমরা পাঁচ জন আহত হয়েছি। আমাদের উপর আক্রমণ করে তরিকুল ইসলাম(৩২) পিতা নুরুল ইসলাম,ইমামুল(৩৫) পিং কাসেম,লিটন(৪০) পিং চৌধুরী, শিপন(৩২) পিং আহম্মদ, জিয়ারুল(৩৮) পিতা নুরুল হক,ইব্রাহিম (৪২) পিং জিন্নার,আহম্মদ (৪৫) পিং ওমেদ মোল্লা, সিরাজ(৫০) পিং ওমেদ মোল্লা,কাসেম পিং ওমেদ মোল্লা সহ মোট ১২/১৪ জন।

তিনি আরো জানান এ সময় তারা আমার পিতা বদর উদ্দিনের কাছ থেকে এক লক্ষ সাইত্রিশ হাজার টাকা,আমার ২ হাজার আটশত ও আমার স্ত্রী ও বোনের কাছ থেকে স্বর্ণের চেন ও রুলি নিয়ে গেছে।

 

আহতরা টাকা ও স্বর্ণালংকার ফেরত সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন।

এ ঘটনায় শালিখা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ অলি মিয়া জানান বিষয়টি মৌখিকভাবে শুনেছি।আহতরা শালিখা হাসপাতালে চিকিৎসাধীন আছে।এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ