অন্যান্য

মাগুরায় জয়বাংলা স্লোগান দেওয়ায় একজন আটক।মোটরসাইকেলে আগুন।

  প্রতিনিধি 23 March 2025 , 1:35:02 প্রিন্ট সংস্করণ

 

মাগুরা প্রতিনিধিঃ

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ চলাকালে,কয়েকজন যুবক জয়বাংলা, জয়বঙ্গবন্ধু বলে স্লোগান দেয়,এ সময় ছাত্রজনতা তাদের ধাওয়া করলে ইউসুফ (২০)নামের এক যুবক তাড়া খেয়ে একটি দোকানে ঢুকে পড়ে।ছাত্রজনতা দোকান ঘিরে ফেলে তাকে বের করে আনার চেষ্টা করে।খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি বড় টিম ও বাংলাদেশ সেনাবাহিনী একটি বড় দল মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে রানী সু বাজর দোকানে এসে, সেখানে আটক থাকা ঐ যুবককে বের করে থানায় নিয়ে গেলে,ছাত্রজনতা ইউসুফের রাখা মোটরসাইকেলেটি সরকারি কলেজের ভিতর থেকে এনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ইউসুফ মাগুরা পৌর এলাকার জুঁইতাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।

 

সে মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদের সাথে রাজনীতি করতো,আজ এ ঘটনা ঘটানোর জন্য হামিদ-ই তাকে এখানে পাঠিয়েছে বলে সাধারণ ছাত্ররা জানান।

 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আইয়ুব আলী বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহযোগিতা ইউসুফ সেখান থেকে থানায় নিয়ে আসি,তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নওয়াব আলী

মাগুরা।২৩/০৩/২০২৫ ইং।

০১৭১৫ ৩৬৮ ৮৫৭

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ