ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।
মাগুরায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে শপথ গ্রহণ, আলোচনা সভা, যুব ঋণ চেক, প্রশিক্ষণ সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মাগুরা যুব ভবন হলরুমে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমির অধ্যাপক এমবি বাকের, মাগুরা ইসলামী আন্দোলন সভাপতি মুফতি মাওলানা মোস্তফা কামাল এবং হেফাজতে ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা সভাপতি তাজ্জালা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. ইলিয়াসুর রহমান।