অন্যান্য

মাগুরায় দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

  প্রতিনিধি 22 August 2025 , 8:40:43 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টোর

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন, মাগুরার যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন উপলক্ষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কালেক্টরেট মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলার সহকারী বন সংরক্ষক খোন্দকার মো. গিয়াস উদ্দীন। সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবিরসহ আরও অনেকে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক এমবি বাকের, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদেরসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে জেলা প্রশাসক মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় মোট ৩০টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, বৃক্ষমেলা আগামী দুই সপ্তাহব্যাপী চলবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ