প্রতিনিধি 10 March 2025 , 11:33:54 প্রিন্ট সংস্করণ
মোঃ ইলিয়াছ খান
মাগুরার নিজনান্দুয়ালীতে ৮ বছরের শিশু ধর্ষিতা আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছে মাগুরা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শাখা।
সোমবার ১০ মার্চ সকাল ১১ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম, মুনি মাহবুবুর রহমান তিতাস ও সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম সহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন,বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে আওয়ামী সন্ত্রাসীদের ছত্রছায়ায় অনেক নিরীহ নারীদের ধর্ষন ও হত্যা করা হয়েছে।তখন তার কোন বিচার হয়নি। সেই ধর্ষকরা জামিনে মুক্তি পেয়ে আজ প্রশাসনের নাকের ডগায় চলাফেরা করছে যার ফলে ধর্ষনের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। এছাড়া বর্তমান অনির্বাচিত সরকারের দূর্বল রাষ্ট্র পরিচালনার জন্য দেশের আইনশৃঙ্খলা একেবারেই ভেঙ্গে পড়েছে ফলে ধর্ষনের মতো বড় অপরাধ করতে কেউ ভয় পাচ্ছেনা।এই মুহূর্তে আমাদের দাবী খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার বসিয়ে সংবিধান পরিবর্তন করে ঐ সকল ধর্ষকদের সঠিক বিচারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করা।
উল্লেখ্য শিশু আছিয়ার কথা মানবিক ভাবে বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ধর্ষিতা শিশু আছিয়ার মায়ের সাথে মুঠোফোনে কথা বলে আছিয়া ও তার পরিবারের যাবতীয় দায়িত্ব গ্রহন করেছেন। ধর্ষিতা আছিয়া বোনের বাড়ি বেড়াতে এসে গত বৃহস্পতিবার ৬ মার্চ ধর্ষিত হয়ে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকার সিএমএইস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে।