ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টোর
মাদক নির্মূলে মাগুরা জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সদর থানাধীন শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম সফল অভিযান পরিচালনা করেছে।
৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার রাত ৩টা ৫০ মিনিটে এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গোয়ালবাথান বাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানে শত্রুজিৎপুর বাজার অটোস্ট্যান্ড মোড় থেকে ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ মাসুদ হোসেন (২২), পিতা– মোঃ ইউছুপ হোসেন, মাতা– হাফিজা বেগম, সাং– ইসলামপুর পশ্চিমপাড়া, থানা– খাগড়াছড়ি সদর, জেলা– খাগড়াছড়ি।
২। মোঃ রুকন মিয়া (২১), পিতা– মোঃ রাশিদুল আলম, মাতা– মোছাঃ সুপিয়া বেগম, সাং– হোল্ডিং নং ৯৫, উত্তর মিলনপুর, থানা– দিঘিনালা, জেলা– খাগড়াছড়ি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সুপার জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।