প্রতিনিধি 23 August 2025 , 5:36:58 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার মাগুরা
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে মাগুরার বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ির খড়ের গাদার ভেতর থেকে একটি মরিচা পড়া সিলভার রঙের বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানকালে বায়েজিদকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের অভিযোগ করে বলেন, “পরিকল্পিতভাবে আমাদের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সে একসময় বিএনপির কর্মী ছিল, তবে কিছুদিন আগে জামায়াতে যোগ দিয়েছে। রাজনৈতিক শত্রুতার কারণে তাকে আটক করানো হয়েছে।”
অন্যদিকে বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, “রাতে যৌথ অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টের আগে বায়েজিদ আওয়ামী লীগ কর্মী ছিলেন। সরকার পরিবর্তনের পর কিছুদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে জামায়াতে যোগ দেন। বর্তমানে তিনি জামায়াতের সক্রিয় কর্মী।”