ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।
বুধবার ২৫ জুন ২০২৫ তারিখ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের মাগুরা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল উপস্থিত থেকে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও দূষণের কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, শিক্ষাবিদ ও পরিবেশকর্মীরা। বক্তারা পরিবেশবান্ধব জীবনযাপনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।