ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।
"মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন" এই প্রতিপাদ্য নিয়ে ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১০টায় মাগুরা সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা মোঃ অহিদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ শামীম কবির, সিভিল সার্জন, মাগুরা।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, মাতৃদুগ্ধের উপকারিতা, শিশু স্বাস্থ্য রক্ষা ও মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিতকরণে সমাজের সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা করেন। এসময় তিনি আরও বলেন যে, শিশুর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ গ্রহণ তার রোগপ্রতিরোধ ক্ষমতা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।