আইন আদালত

মাগুরায় ভিডিও ভাইরাল হওয়া চাঁদাবাজ আটক: ঢাকা রোডে ত্রাস সৃষ্টি করা ‘গোলাম রসুল’ অবশেষে পুলিশের জালে!

  প্রতিনিধি 13 June 2025 , 8:13:19 প্রিন্ট সংস্করণ

🖊️ ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার

মাগুরার জনবহুল ঢাকা রোড এলাকায় দীর্ঘদিন ধরে দোকানদার ও পথচারীদের নিকট থেকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্যে চাঁদা আদায় করত এক দুর্ধর্ষ চাঁদাবাজ যার নামে লোকমুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক চাঁদাবাজির ভিডিওকে কেন্দ্র করে নড়েচড়ে বসে আইন-শৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় মাগুরা সদর থানার একটি চৌকস টিম গোপন অভিযানে তাকে গ্রেপ্তার করে। আটক হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ গোলাম রসুল (৪৫), পিতা: মৃত আজহার মোল্লা, সাং: পারলা উত্তরপাড়া, মাগুরা।স্থানীয়দের অভিযোগ, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজির ভয়াল রাজত্ব চালিয়ে আসছিল। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে রিকশাচালক পর্যন্ত কেউই রেহাই পেত না তার হুমকি-ধামকি থেকে। ভিডিওতে দেখা যায়, সে কীভাবে প্রকাশ্যে লোকজনকে জিম্মি করে টাকা আদায় করছিল।

সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারের সময়ও সে নিজেকে ‘অপরাধের বাইরের মানুষ’ দাবি করার চেষ্টা করলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির সাথে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে নেয়। বর্তমানে তাকে থানায় রেখে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, কেউ রেহাই পাবে না। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলবে আরও জোরালোভাবে।আইনের চোখ ফাঁকি দেওয়া যাবে না। যারা জনগণের ঘাম ঝরানো টাকায় হাত দেয়, তাদের ঠাঁই কারাগারে।” –পুলিশ সুপার, মাগুরা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ