প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১:৩১ পি.এম
মাগুরায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র হাত বোমা, পুলিশের টিয়ার শেল ও দেশীয় অস্ত্র সহ অপরাধী আটক

মোঃইকরামুল হাসান
জেলা প্রতিনিধি মাগুরা
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, হাত বোমা, পুলিশের টিয়ার শেল ও দেশীয় ধারালো অস্ত্র সহ অপরাধী গ্রেফতার
গত ১৬ মার্চ ২০২৫ (রবিবার): বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, আজ রাত আনুমানিক ৩ টায় মাগুরা জেলার সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রাম এ ৫৫ পদাতিক ডিভিশনের মাগুরা আর্মি ক্যাম্প হতে যৌথবাহিনী এর নেতৃত্বে একটি সফল অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের পরিচালিত এ যৌথ অভিযানে সন্দেহভাজন ব্যক্তিবর্গের বাড়ি হতে ২টি শুটার গান, ১টি এয়ার গান, ৭০ রাউন্ড বিভিন্ন গোলাবারুদ, ১টি পুলিশের টিয়ার শেল, ০৮ টি হাত বোমা, ০৭টি ধারালো অস্ত্র এবং অন্যান্য বিভিন্ন ধরনের সরঞ্জামাদিসহ তিন জন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত দ্রব্যাদি সহ গ্রেফতারকৃত ব্যক্তিবর্গকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করতে সকলকে আহ্বান জানানো হচ্ছে
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.