অন্যান্য

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন দুর্বৃত্ত গ্রেফতার

  প্রতিনিধি 16 March 2025 , 2:53:26 প্রিন্ট সংস্করণ

নওয়াব আলী

 

মাগুরা সেনা ক্যাম্পের গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৬ মার্চ ৩টায় রবিবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র সহ তিন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে।

 

সেনাবাহিনীর একটি গোয়েন্দা সুত্র জানতে পারে যে, মাগুরা জেলার সদর থানার ৬ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের মো: মারুফ, লিখন এবং আশিকুর রহমানদের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরই সূত্র ধরে মেজর সাফিন এর নেতৃত্বে মাগুরা আর্মি ক্যাম্পে ১৪ সেনা সদস্য উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে ০২ টি ওয়ান শ‍্যুটার গান, ১০ রাউন্ড তাজা বুলেট, ০১ টি এয়ার গান, ৬০ রাউন্ড এয়ার গান বুলেট, ০১ টি পুলিশের লুটকৃত টিয়ার শেল, ০৮ টি হাত বোমা, ০২ টি চাইনিজ চাপাতি, ৫ টি দেশীয় ধারালো অস্ত্র, ০৫ টি মোবাইল, ০১ টি ল্যাপটপসহ

সদর থানার পারনান্দু আলী গ্রামের আব্দুল মজিদের পুত্র মো: মারুফ (৩৫), সালাম হোসেন পুত্র

মো: লিখন(২৮), এবং আতিয়ার রহমান রহমানের পুত্র

মোঃ আশিকুর রহমান(৩০) নামের তিনজনকে আটক করা হয়।

 

দুষ্কৃতিকারীদেরকে মাগুরা সদর থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ