প্রতিনিধি 10 August 2025 , 2:59:13 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।
মাগুরা জেলা ১ম বিভাগ ফুটবল লীগে শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
রবিবার ১০ আগস্ট মাগুরা জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর প্রধান উপদেষ্টা আলী আহম্মেদ ও প্রধান পৃষ্ঠপোষকতায় আলহাজ্ব মনোয়ার হোসেন খান শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল দলের জার্সি উন্মোচন করেন ও খেলোয়াড়দের মধ্যে ফুটবল বিতরণ করেন।
এসময় শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উপদেষ্টা খান হাসান ইমাম সুজা, মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন সহ মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় শহীদ জিয়া স্মৃতি সংসদ মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও শহীদ জিয়া স্মৃতি সংসদ এর প্রধান উপদেষ্টা আলী আহম্মেদ, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও শহীদ জিয়া স্মৃতি সংসদ এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি রুবাইয়াত হোসেন খান প্রমুখ।
মাগুরা জেলা ১ম বিভাগ ফুটবল লীগে এবছর শহীদ জিয়া স্মৃতি সংসদ সহ ১৭টি দল অংশগ্রহণ করছে।