মোঃইকরামুল হাসান
জেলা প্রিতিনিধি মাগুরা
২৪ এর আন্দোলনে ৪ আগষ্ট ছাত্র হত্যা মামলার অন্যতম আসামী মহম্মদপুর মাগুরা জেলার মহম্দদপুর উপজেলাধীন নহাটা ইউনিয়ন ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈমুর রহমান তুরাপ ও সিকদার মিজানুর রহমান কে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ গত সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।
মাগুরা সদর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে প্রতিহত করতে ছাত্র শহীদ আহাদ ও সুমন কে হত্যা করা হয়। এবিষয়ে মহম্মদপুর থানায় ১৭২ জন কে এজাহার নামিয় আসামী করে মামলা দায়ের করা হয়।
উক্ত হত্যা মামলায় মৈমুর রহমান তুরাপ ও সিকদার মিজানুর রহমান এজাহার নামিয় আসামী। এছাড়া গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় হত্যা মামলা রয়েছে।
গত সোমবার গ্রেপ্তার কৃত আসামীরা ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে আসছেন, এমন সংবাদের ভিত্তিত্বে পারনান্দুয়ালী পল্লি বিদুৎ অফিসের সামনে মাগুরা-ঢাকা মহা সড়কে অভিযান পরিচালনা করে মাগুরা সদর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি চৌকট টিম। এ সময় গোল্ডেন লাইন পরিবহনে তল্লাশি চালিয়ে তৈমুর রহমান তুরাপ ও শিকদার মিজানুর রহমান কে গ্রেপ্তার করা হয়।
জানা যায় তৈমুর রহমান তুরাপ ও শিকদার মিজানুর রহমান মহম্মদপুর শহীদ আহাদ ও শহীদ সুমন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
এছাড়া মাগুরা সদর থানায় দায়েরকৃত ১০ নং মামলায় তৈমুর রহমান তুরাপ জামিনে আছেন। তবে সিকদার মিজানুর রহমান কে মাগুরা সদর থানায় ১০ নং মামলায় ও তৈমুর রহমান তুরাপ কে ২৬ নং মামলায় ঘটনার সাথে সরাসরি জড়িত সন্দেহে তাদের কে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরা সদর থানা অফিসার ইনর্চাজ (ওসি) আয়ুব আলী জানান, ১০ নং ও ২৬ নং মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত সন্দেহে মহম্মদপুর নহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈমুর রহমান তুরাপ ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মিজানুর রহমান কে গ্রেপ্তার করে আদলতে সোপর্দ করা হয়েছে।