অন্যান্য

মাগুরায় ৬২ কেজি পলিথিন জব্দ, ১৩ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি 20 August 2025 , 2:54:03 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।

মাগুরা জেলার সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি দোকান থেকে ৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় পলিথিন মজুত ও বিক্রির দায়ে তাদের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১৮ আগস্ট) সদর উপজেলার আলোকদিয়া বাজারে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাফাত আল মেহেদী ও মো. সাঈদুন নবী জোহার নেতৃত্বে মাগুরা জেলার সদর উপজেলার আলোকদিয়া বাজারে পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় বাজারে সুমন স্টোর থেকে ২২ কেজি ও আল আমিন স্টোর থেকে ৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। দুটি দোকান থেকে পলিথিন মজুত ও বিক্রির দায়ে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব। অভিযান পরিচালনায় সহায়তা করে জেলা পুলিশের টিম।

পরিবেশ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব বলেন, পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ