প্রতিনিধি 1 September 2025 , 2:32:53 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার
মাগুরার মহম্মদপুরে আজ, ১ সেপ্টেম্বর সোমবার, ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) এর আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও ‘বিশিষ্ট শিক্ষানুরাগী’ অধ্যক্ষ (অব:) মতিউর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং ক্রীড়ানুরাগী মো: মিজানুর রহমান কাবুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনজুর রহমান, প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মাহামুদুন নবী ডাবলু, তথ্যসেবা কর্মকর্তা এ্যামেলিয়া জামান সেতু, মহম্মদপুর ৬ নম্বর সদর ইউপি সদস্য ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, যুবনেতা বি এম রেজাউল হক, ওএমএসের ডিলার মো: আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও আমদানি প্রস্তুতকারক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, “বর্তমান সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য স্বল্পমূল্যে খাদ্য নিশ্চিতের লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় প্রতিদিন একজন নাগরিক ৫ কেজি আটা ২৪ টাকা দরে কিনতে পারবেন।”
এমন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে খাদ্য অধিকার সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।