মাগুরা প্রতিনিধিঃ
সারাদেশে চলছে ডাকাতি ছিনতাইয়ের মহড়া তার অংশ হিসেবে এবার মাগুরার নোহাটা ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকসে ডাকাতি করতে গিয়ে সিসিটিভি ফুটেজে এক ডাকাত সনাক্ত হয়েছে।
গত বুধবার দিবাগত রাত একটার দিকে তিনটি মোটরসাইকেলে পাঁচজনের একটি দল মায়ের দোয়া ব্রিকসে ডাকাতি করতে যায়। তারা প্রথমে সিসিটিভি গুলো ভেঙে ফেলে এবং ইট ভাটায় হামলা ও ভাঙচুর চালায়। ইট ভাটার কর্মীরা ঘটনা টের পেয়ে তাদের ধাওয়া দিলে মোটরসাইকেল যোগে তারা পালিয়ে যায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন ইটভাটার মালিক মোঃ আকুব্বার মৃধ।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইটভাটার ম্যানেজার মোহাম্মদ মনোয়ার হোসেন ও নাইটগার্ড মনুমিয়া জানান, রাত একটার দিকে একটি ডাকাত দল ইটভাটায় ঢুকে হামলা ভাঙচুর চালায়। এমতাবস্থায় ইটভাটার কর্মীরা মিলে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।সিসিটিভি খোলা ঐ ব্যক্তি হচ্ছে মোহাম্মদপুর উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত রাশেদ মীরের পুত্র বাবর আলী বলে তিনি জানান।
নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা বলেন অভিযোগের সুত্রধরে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মহাম্মদপুর থানা ওসি আব্দুর রহমান বলেন ইট ভাটায় ডাকাতির অভিযোগে একটা সাধারণ ডায়েরি করা হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামি সনাক্ত করে গ্রেফতার করতে চেষ্টাকরছি।
মোঃ নওয়াব আলী
মাগুরা। ১৩/০৩/২০২৫ ইং।