প্রতিনিধি 27 March 2025 , 7:36:16 প্রিন্ট সংস্করণ
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখাতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে।গত কাল বুধবার দক্ষিণ শরুশুনা কুল্লতলাতে এ ঘটনা ঘটে।মদন আলীর ৫ বছরের পুত্র সকলের অজান্তেই বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।সকাল থেকে নিখোঁজ ছেলেটিকে বাড়ির সকলে খুঁজতে চেষ্টা করে কোথাও পায়নি। সকাল ১১ টার দিকে তার চাচা সুন্দর আলী পুকুরে গোসল করতে গেলে তার পায়ে বাঁধে শিশুটির লাশ।
এ ঘটনার পর নেমে আসে ওই পরিবারের শোকের মতন।
নওয়াব আলী
মাগুরা।