প্রতিনিধি 18 October 2024 , 3:29:51 প্রিন্ট সংস্করণ
জেলা ব্যুরো চিফ মাগুরা।
মাগুরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাগুরা জেলার শালিখা থানার একাধিক টিম গত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সিআর সাজা, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ০৯ জন আসামী গ্রেফতার করে।
সিআর সাজা পরোয়ানাভুক্ত ০৩ জন আসামী ১। মোঃ সোহানুর রহমান, পিতা-মোঃ আইয়ুব আলী, সাং- কোটবাগ, ২। মোঃ সোহানুর রহমান, পিতা-মোঃ আইয়ুব আলী, সাং- কোটবাগ, ৩।মোছাঃ সাহিবা, স্বামী-মোঃ ওহাব @ ওহিদ, সাং-উজগ্রাম, থানা-শালিখা, জেলা- মাগুরা, জিআর পরোয়ানাভুক্ত ০৩ জন আসামী ১। আল মামুন @ রাজা, পিতা-সাহাজুল, সাং-উজগ্রাম, ২। পার্থ সাহা @ গোপাল সাহা, পিতা-মঙ্গল সাহা, সাং-আড়পাড়া, ৩। মোঃ উজ্জল মোল্যা, পিতা-মৃত হামিদ মোল্য, সাং-দিঘলগ্রাম, সর্ব থানা-শালিখা, জেলা-মাগুরা এবং সিআর পরোয়ানাভুক্ত ০৩ জন আসামী ১। মিল্টন মোল্য, পিতা-মৃত মালেক মোল্যা, সাং-কুমারকোটা, ২। মোঃ রাজু হোসেন, পিতা-মোঃ মঞ্জনু মোল্যা, সাং-ছানি আড়পাড়া, ৩। মোঃ মজনু মোল্যা, পিতা- মৃত মুসাদ্বি মোল্যা, সাং-ছানি আড়পাড়া, সর্ব থানা-শালিখা, জেলা-মাগুরাগণদেরকে গ্রেফতার করা হয়।
ওয়ারেন্টমুলে গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।