শাহরিয়ার হোসেন
মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের ইকরাম মোল্লার ছেলে বাচ্চু মোল্লা শিয়ালের কামড়ে আহত হয়েছে।গত মঙ্গলবার রাতে ঘরের পিছনের দরোজা খুলে রেখে ফ্লোরে ঘুমিয়ে ছিলো হঠাৎ করে একটি শিয়াল এসে তার বাম হাতে কামড় দিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
বাচ্চু মোল্লা চিৎকার করে উঠলে শিয়াল তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের সদস্যরা।
তার হাতে পাচটি শেলাই দেওয়া হয়েছে এবং মাথায় শেয়ালের থাবায় ক্ষত হয়েছে।বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বাচ্চু মোল্লা শ্রীপুর উপজেলা সাব-রেজিস্টার অফিসের সামনে চায়ের দোকান দিয়ে অর্থ উপার্জন করে।