প্রতিনিধি 28 May 2025 , 7:19:03 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।
২৮ মে ২০২৫ তারিখ রাত ০১.৩০ ঘটিকায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাস্থ ৭ নং পলাশবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে উক্ত গাড়িতে থাকা মো: জিহাদ (১১), পিতা মোঃ জামাল মিয়া, সাং হরিপুর, থানা-ঝিনাইদহ, জেলা ঝিনাইদহ ঘটনাস্থলে নিহত হয় এবং অপর ৩ জন আহত হয়।
অতঃপর, স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং বর্তমানে তারা উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত দুর্ঘটনার বিষয়ে মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে এবং উক্ত এলাকায় বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।