অন্যান্য

মাগুরা জেলা পুলিশের সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানার যৌথ অভিযানে ট্রাক উদ্ধার ও আসামী গ্রেপ্তার।

  প্রতিনিধি 24 October 2024 , 5:26:07 প্রিন্ট সংস্করণ

মোঃ ফয়সাল হায়দার

জেলা ব্যুরো চিফ মাগুরা।

 

মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, বিপিএম মহোদয়ের নির্দেশে জেলা পুলিশের সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেল ও মাগুরা সদর থানার যৌথ আভিযানিক টিম মাগুরা সদর থানার মামলা নং-২২, তাং-২১/১০/২০২৪, ধারা-৪০৬/৪০৮/৪২০ মূলে মামলার এজাহার নামীয় ১ নং আসামী রোমান মোল্যা (২৬), পিতা-আলমগীর মোল্যা, সাং- দক্ষিণ মৌশা, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরাকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা হতে গ্রেপ্তার করে। পরবর্তীতে আসামীর দেয়া তথ্য মোতাবেক ২৩/১০/২০২৪ খ্রিঃ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন এসএস ফিলিং স্টেশন, ভাটিয়াপাড়া হতে উক্ত আত্মসাৎ কৃত ট্রাকটি উদ্ধার করে। মামলার এজাহার পর্যালোচনায় জানা যায়, বাদীর নিজ নামীয় টাটা কোম্পানীর ৭০৯ মডেলের মাঝারী ট্রাকটি ড্রাইভার রোমান মোল্যাকে ( গ্রেফতারকৃত আসামী ) দিয়ে অনুমান ১ বছর যাবত পারিচালনা করে আসছেন। ঢাকায় ট্রিপ নিয়ে যাওয়ার কথা বলে আসামী রোমান মোল্যা গত ২৭/০৯/২০২৪ খ্রিঃ রাত অনুমান ০৮:৩০ ঘটিকার সময় মাগুরা সদর থানাধীন শিবরামপুর গ্রামস্থ সরদার বাড়ীর নামক স্থান হতে বাদীর উক্ত ট্রাকটি নিয়ে যায়। কিন্তু ০৩/১০/২০২৪ খ্রিঃ পর্যন্ত সে মাগুরায় ফিরে না আসায় বাদী তার অবস্থান সম্পর্কে বার বার জানতে চাইলে সে এলোমেলো তথ্য দিতে থাকে। ইং ০৪/১০/২০২৪ খ্রিঃ রাত ১২:১৯ ঘটিকায় সর্বশেষ আসামীর সাথে বাদীর ( ট্রাকের মালিকের) ফোনে কথা হয়। পরবর্তীতে আসামী তার ফোন বন্ধ করে দিলে বাদী (ট্রাকের মালিক) তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে পরের দিন ০৪/১০/২০২৪ খ্রিঃ ড্রাইভার রোমান ( গ্রেফতারকৃত আসামী ) এর মাগুরা শহরের ভাড়া বাসায় খোঁজ নিতে গিয়ে জানতে পারেন যে, ড্রাইভার রোমান( গ্রেপ্তারকৃত আসামী) স্ত্রী সন্তানসহ বাসা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গিয়েছে। পরবর্তীতে বাদী বিভিন্ন জায়গায় ট্রাক এবং আসামীকে খোঁজাখুঁজি করে সন্ধান পেতে ব্যর্থ হয়ে মাগুরা সদর থানায় গত ২১/১০/২০২৪ খ্রিঃ একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ