ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।
২০ আগস্ট ২০২৫ ইং তারিখ মঙ্গলবার জেলা প্রশাসক, মাগুরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল কোকনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনপড়া কমিউনিটি ক্লিনিক, রাঘবদাইড় ইউনিয়ন ভূমি অফিস, ভাবনহাটি ইউনিয়ন ভূমি অফিস, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ এবং মঘি ইউনিয়ন পরিষদ।
পরিদর্শনকালে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রমের গুণগত মান এবং অবকাঠামোগত পরিবেশ পর্যালোচনা করেন। স্বাস্থ্যসেবা খাতে সাধারণ মানুষ যাতে দ্রুত ও কার্যকর চিকিৎসা সেবা পান সে বিষয়ে ধনপড়া কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং কর্তব্যরতদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ভূমি অফিসসমূহ পরিদর্শনের সময় জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের হয়রানি ছাড়া দ্রুততম সময়ে ভূমি সংক্রান্ত সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন। একইসাথে ইউনিয়ন পরিষদসমূহের চলমান উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান ব্যবস্থা ও স্থানীয় জনগণের কল্যাণে গৃহীত উদ্যোগসমূহের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।