অন্যান্য

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দাবির মুখে সকল জোনাল অফিস ও অভিযোগ কেন্দ্র বন্ধ।

  প্রতিনিধি 8 September 2025 , 6:28:09 প্রিন্ট সংস্করণ

মাগুরা প্রতিনিধি

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা চার দফা দাবিতে ১০টি সাবস্টেশনসহ সকল জোনাল অফিস ও অভিযোগ কেন্দ্র বন্ধ ঘোষণা করে গণ ছুটি কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার দুপুরে প্রতিষ্ঠানটির ২৭৪ জন লাইন ম্যান, মিটার রিডার কাম মেসেঞ্জার সহ বিভিন্ন পদে কর্মরত কর্মচারীরা গণ ছুটির দরখাস্ত, মোটরসাইকেলের চাবি ও অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোন জমা দিয়ে অফিস ত্যাগ করেন। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার শাহীন আহসান জানান, দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ৩৬৩ জনের মধ্যে ২৭৪ জন গন ছুটির দরখাস্ত, পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দ্রে গ্রাহকদের ১২টি অভিযোগ কেন্দ্রের জন্য দেয়া ১৮টি মোবাইল সেট ও দাপ্তরিক কাজে ব্যবহৃত মোটরসাইকেলের চাবি জমা দেন। বিষয়টি আমরা হেড অফিসে সংশ্লিষ্টদের জানিয়েছি। সেখান থেকে সিদ্ধান্ত দিলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে এয়ার সামনে কথা বললে তাদেরকে বেছে বেছে শাস্তি দিচ্ছে বলে আন্দোলনকারীরা কেউ মিডিয়ার সামনে বক্তব্য দিতে রাজি হয়নি। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির একিভূত করণ, আরইবির কর্মকর্তাদের দুর্নীতি-শোষণ নিপীড়ন বন্ধ ও কর্মচারীদের অবৈধ ভাবে চাকরি চ্যুতি-সাময়িক অব্যাহতিসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার, লাইন ক্রুদের কর্ম ঘন্টা নির্ধারণসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছে কর্মচারীরা। সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ইতিমধ্যে ৬৮টি সমিতি এ আন্দোলনের শরিক হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ