ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।
বুধবার ২৫ জুন বেলা ১১ টার সময় মাগুরা পৌরসভা সম্মেলনে, মাগুরা পৌরসভা এর আয়োজনে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, মাগুরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামান, মাগুরা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু বক্কার, মাগুরা মহিলা অধিদপ্তর উপপরিচালক আব্দুল আওয়াল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গাজী মোঃ আবুল কাশেম, মাগুরা পৌর বিএনপি আহবায়ক মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জামায়াতে ইসলামী বাংলাদেশ জেলা আমির অধ্যাপক এমবি বাকের সহ প্রমুখ।
মাগুরা পৌরসভার ২০২৫ -২০২৬ অর্থ বছরের ৭১ কোটি ৭১ লক্ষ ৯৯ হাজার ২২ বাইশ টাকা ২৬ পয়সা আয় ব্যায় দেখিয়ে বাজেট পেশ করা হয়েছে। যা গত অর্থ বছরের চেয়ে ৪৬ কোটি ৫৯ লক্ষ ৮৪ হাজার ৭ শত ৫৬ টাকা ৫৪ পয়সা বেশী। বুধবার ২৫ জুন সকাল ১১ টায় মাগুরা পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। মাগুরা পৌরসভার হিসাব রক্ষক মীর উজ্জল এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা গাজী মোঃ আবুল কাশেম। অধিবেশনে মূল বাজেট পেশ করেন মাগুরা পৌরসভার প্রশাসক মোঃ আব্দুল কাদের। বাজেট পেশ শেষে অনুষ্ঠানে আগত নাগরিকদের কাছ থেকে তাদের সমস্যা সমূহ জেনে উত্তর প্রদান করা হয়। অনুষ্ঠানে মাগুরা জেলার সাধারন নাগরিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিগত জুলাই, আগষ্ট বিপ্লবে নিহতদের স্মরনে ১ মিনিট নীরবতা পালন করা হয়।