প্রতিনিধি 8 March 2025 , 5:28:26 প্রিন্ট সংস্করণ
মোঃইকরামুল হোসেন
ক্রাইম রিপোর্টার
জেলা প্রতিনিধি মাগুরা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৭ নং পলাশবাড়ীয়া ইউনিয়নের উথালি সরদার পাড়া জামে মসজিদে গত বুধবার দিবাগত রাতে তারাবীহ নামাজ চলাকালীন সময়ে মসজিদের ইমাম মাওলানা মাফিউল্লাহ (প্রভাষক) এর ডিসকভার -১২৫ সিসি, গাড়িটির রং লাল-কালো, মাগুরা হ ১২-৫৩৬৬ মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা সাড়া পেয়ে চিৎকার করে উঠে চোর ধরতে রাস্তা সহ পাশ্ববর্তী যশোবন্তপুর ও উথালী গ্রামের লোকজন বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করেন। ১জন চোর তার পূর্বেই গাড়িটি নিয়ে পালিয়ে গেলেও বাকিরা পালাতে পারেনি বলে জানান স্থানীয়’রা পরবর্তীতে সাধারণ জনতা তাদেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে
মহম্মদপুর পজেলার ০৭ নং পলাশবাড়ীয়া ইউনিয়নের মান্দরবাড়ীয়া গ্রামের বাসিন্দা মাওলানা জাফর সাদিকের ছেলে মোঃ মহিবুল্লাহ এবং মোঃ মারজান শান্ত স্থানীয়রা জানায় তারা উভয়ই দীর্ঘদিন এলাকার হাস,মুরগী,কবুতর সহ বিভিন্ন চুরি এবং মাদক ব্যবসা পরিচালনা করে