প্রতিনিধি 14 March 2025 , 7:41:03 প্রিন্ট সংস্করণ
মোঃইকরামুল হোসেন
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের নিত্তানন্দপুর উত্তরপাড়া গ্রামে এলজিইডির পাকা রাস্তার কাজের সময় রুলার চালকের গাফিলতির কারনে তাসনিম সর্দ্দার (২.৫) বছর বয়সের শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ১৪ মার্চ দুপুর ২ টার সময় আব্দুল্লাহ সর্দ্দারের বাড়ির সামনের পথের রাস্তায় এই ঘটনা ঘটে।
তাসনিমের দাদি আনজিরা বেগম (৬০) জানান, আমার পুতা ছেলে তাসনিম রাস্তায় গিয়ে ছিলো এই সময় রুলার চালকের গাফিলতির কারনে তার মৃত্যু হয়।
রুলার চলার সময় গাড়ির সামনে ও পিছনে কোন লোকজন ছিলো না সে একাই গাড়ি চালাচ্ছিলো। আমি ঘাতক রুলার ড্রাইভারের বিচার চাই।
তার মাজা থেকে পা পর্যন্ত সব কিছু ছেঁচে গিয়ে নাড়ি ও অন্ডকোষ বেরিয়ে যায়।
তাসনিমের মা শান্তা খাতুন (৩২) এসময় অঝোরে চিৎকার করে বুকফাটা আর্তনাদ করে কাঁদতে থাকে।
তাসনিমের পিতা মোঃ আব্দুল্লাহ সর্দ্দার মালয়েশিয়া প্রবাসী তার পিতার নাম মহব্বত সর্দ্দার।
চাচা খলিল সর্দ্দার ও ফুফা ইলিয়াস শিকদার কান্না কাটি করে বলেন অদক্ষ রুলার চালক এই মৃত্যুর জন্য দায়ী।
রাজাপুর তদন্ত পুলিশ ক্যাম্পের এসআই মোঃ মিজানুর রহমান জানান, রুলার চালকের নাম আমার জানা নেই। আর এই শিশুর মৃত্যুটা মিমাংসা করা হচ্ছে।
তবে শিশুটির পরিবারের দাবি তারা তাসনিমের
মৃত্যুর বিচার কামনা করেন।
ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এসে পরিবারের লোকজনদের শান্তনা দেন এবং সে অঝোরে কেঁদে দেন এবং শোকাহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এরপর গ্রামবাসী সবাই জানাজা নামাজে শরীক হন।