অন্যান্য

মাতারবাড়ি মগডেইল এলাকায় যৌথ বাহিনীর অভিযান, কোলপাওয়ারের মালামাল জব্দ

  প্রতিনিধি 15 October 2024 , 1:57:02 প্রিন্ট সংস্করণ

সুমন চন্দ্র দে,

মহেশখালী (কক্সবাজার)

মহেশখালী উপজেলার সর্ববৃহৎ উন্নয়নমূখী অঞ্চল মাতারবাড়ী ইউনিয়ন। সিঙ্গাপুর কৃত এই ইউনিয়নে কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ সমুদ্র বন্দর নির্মাণ কাজ চলমান রয়েছে।

অদ্য ১৪ই অক্টোবর (সোমবার) দুপুর দুইটার দিকে নৌবাহিনী ও মহেশখালী থানার পুলিশ একটা চৌকস টীম মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশ কিছু চুরি মালামাল একজন স্থানীয় প্রভাবশালীর বাড়ীতে রয়েছে জানতে পেরে অভিযান পরিচালনা করেন। তথ্যের ভিত্তিতে অনেক চুরিকৃত মালামাল জব্দ করেছে যৌথবাহিনীর টীম।

নৌবাহিনী কর্তৃক জানা যায় স্থানীয় প্রভাবশালী মহেশখালী মাতারবাড়ীর মগডেইলে সদ্য সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু সালেহ’র বাড়ীতে যৌথবাহিনীর অভিযানে মাতারবাড়ী বিভিন্ন প্রকল্পের বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছেন তারা। তবে ভাইস-চেয়ারম্যান আবু সালেহ’র বাড়ীতে কোন পুরুষ না থাকায় তারা কাউকে আটক করতে পারেনি। স্থানীয়দের জিজ্ঞাসায় জানা যায় আবু সালেহ দুপুরের দিকে তার নিজ বাড়িতে ছিলো। অভিযানের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন।

এখন জব্দকৃত মালামাল নৌবাহিনীর অধীনেই রয়েছে। খুব তাড়াতাড়ি মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করবেন। উল্লেখ্য, এই অভিযানে কাউকেই আটক করা হয়নি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ