প্রতিনিধি 30 December 2024 , 11:54:06 প্রিন্ট সংস্করণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি মাদক সম্পৃক্ততায় চারজন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অনুসন্ধানে। যেখানে ছিল তিশার নামও। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ব্যাপক আলোচনা-সমালোচনা করেছেন।
তখন বিষয়টি নিয়ে চুপ ছিলেন তিশা। জানাননি কোনো প্রতিক্রিয়া। তবে এবার মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগের বিষয়ে মুখ খুললেন এ অভিনেত্রী।
সম্প্রতি সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তানজিন তিশা।যেখানে মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, ‘কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই-বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না। মাঝেমধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লিখেন তখন আপনাদের একটা বার মাথায় আসে যে, একজন শিল্পীর এটা পেশা কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে। যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে তার সমাজ আছে বাবা-মা আছে ভাইবোন আছে।’