অন্যান্য

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে মুক্তিবাদী হালুয়াঘাট চ্যাম্পিয়ন

  প্রতিনিধি 8 February 2025 , 2:37:10 প্রিন্ট সংস্করণ

কাউসার আহমেদ নয়ন (হালুয়াঘাট প্রতিনিধি) :

হালুয়াঘাটে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে পোয়ারী স্পোর্টিং ক্লাব ফুলপুর কে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মুক্তিবাদী হালুয়াঘাট।

খেলাটি অনুষ্ঠিত হয় বিকাল সাড়ে ৩ টায় হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের কাউলাড়া মাঠে।

শুরুতেই দু দল আক্রমনাত্মক খেলা উপহার দেয়। খেলার ২০ মিনিটের মাথায় ওয়ারী স্পোর্টিং ক্লাব এক গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলায় মুক্তিবাদী হালুয়াঘাট এক গোলে সমতা আনলেও শেষ পর্যন্ত খেলাটি ট্রাইবেকার পর্যন্ত গড়ায় । ট্রাইবেকারে ১/০ গোলে জয়ী হয় মুক্তিবাদী হালুয়াঘাট।খেলাটি শুরু হওয়ারর আগেই মাঠে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ ছিল। একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে ছিলো।

উক্ত খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব লায়ন এখলাছ উদ্দিন খান অধ্যক্ষ ময়মনসিংহ কমার্স কলেজ, এ.কে.এম শামসুল ইসলাম মাহবুব সাংবাদিক কল্যাণ ফোরাম হালুয়াঘাট, পরিচালনায় ছিলেন সফুল আকন্দ,

সহযোগিতায় হালুয়াঘাট অনার্স ফোরাম, এম এ স্টিল, ময়মনসিংহ কমার্স কলেজ,

শুভেচ্ছান্তে শরিফুল আলম সভাপতি সুপার স্টার স্পোর্টিং ক্লাব।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ