হালুয়াঘাট প্রতিনিধি:
মাদকের সহজলভ্যতায় ছেয়ে গেছে হালুয়াঘাটের গ্রামাঞ্চল, নেশার ফাঁদে শিক্ষার্থীরা
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মাদকদ্রব্য। গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন নেশাজাত দ্রব্যের সহজলভ্যতায় তরুণ সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উদ্বেগজনক বিষয় হলো—স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও এ নেশার দুনিয়ায় জড়িয়ে পড়ছে।
স্থানীয়রা জানান, গ্রামাঞ্চলে এখন মাদক পাওয়া যাচ্ছে খুব সহজে।
ফলে এক শ্রেণির তরুণরা অল্প বয়সেই নেশায় আসক্ত হয়ে পড়ছে।
তাদের হাতে থাকার কথা বই-খাতা, অথচ তারা ব্যস্ত হয়ে পড়ছে নেশার অন্ধকার জগতে।
অভিভাবকদের অভিযোগ, মাদক ব্যবসায়ীরা চক্র গড়ে তুলেছে।
অনেক ক্ষেত্রে প্রশাসনিক নজরদারি কম থাকায় এসব ব্যবসা বন্ধ করা যাচ্ছে না।
ফলে প্রতিদিনই নতুন করে তরুণরা এ মরণ নেশায় জড়িয়ে পড়ছে।
বেড়েছে চুরি, ডাকাতি সহ ছিনতাইয়ের মতো বড় ধরনের ঘটনা।
হালুয়াঘাট উপজেলার এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সন্তানদের মানুষ করার চেষ্টা করি, কিন্তু সহজলভ্য মাদক তাদের ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে আমাদের প্রজন্ম হারিয়ে যাবে।”
সচেতন মহল মনে করছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে। না হলে আগামী প্রজন্ম নেশার কালো ছোবলে অকালেই নিঃশেষ হয়ে যাবে।