প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ১:৩৫ পি.এম
মাদারগঞ্জের চলছে বাম্পার ভুট্টা ফলন।

মোঃ সফিকুল ইসলাম মাদারগঞ্জ কচাকাটা প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলার নদ নদীর চরাঞ্চলে এখন চোখে পড়বে সবুজের সমারোহ। বিগত বছর-গুলোতে বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি গুলো কাটিয়ে উঠতে এবার আগাম জাতের উচ্চ ফলনশীল ভুট্টা চাষ করছেন অনেকে। গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে। অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় ভুট্টাচাষে ঝুঁকছেন এই জেলার চরাঞ্চলের মানুষরা। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জ গঙ্গাধর, ব্রহ্মপুত্র, নদ-নদীর বেষ্টিত ও সীমান্ত ঘেঁষা চরাঞ্চল সবুজে-সবুজে ভরে উঠেছে ভুট্টা ক্ষেত। সবুজ রঙের গাছগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। ক্ষেত গুলোতে পানি ও কীটনাশক দেয়া এবং পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। চরাঞ্চলের ধু-ধু বালুতে ভুট্টা ক্ষেত গুলোতে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন। এ বছর বারি হাইব্রিড-৫,বারি হাইব্রিড-৭,বারি হাইব্রিড-৯,ইউনাইটেড-৫৫ হাইব্রিড ভুট্টাজাত মিলে ১৮হাজার ৭৫০হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে বেশি। কৃষকরা জানিয়েছেন কয়েক মাসের মধ্যে ভুট্টা আবাদ করে তা উত্তোলন করা যাচ্ছে। ভুট্টাচাষে প্রতি একর জমিতে ব্যয় হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। একর জমিতে ভুট্টা উৎপাদন হয় ৫০ থেকে ৭০মণ আর ভুট্টা বিক্রি করে লাভ আসে ৩০ থেকে ৪০হাজার টাকারও বেশি। চরাঞ্চলে ধানের চেয়ে ভুট্টা চাষে অনেক খরচ কম। ভুট্টা চাষে ফলন ও লাভ বেশি। তাছাড়া সার-বালাই নাশক ওষুধ খুব একটা বেশি দেয়া লাগে না। সেচের খরচও নেই। ভুট্টাচাষে সফলতা দেখে এখন অনেক কৃষক ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন । ভুট্টা চাষিরা জানান অন্য ফসলের তুলনায় লাভ জনক হওয়ায় তারা ভুট্টাচাষে ঝুঁকছেন এবং পড়ে থাকা জমিতে ভুট্টা চাষ করেছেন। ভুট্টা চাষে ঝুঁকছেন চরাঞ্চলের মানুষরা। এবার লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে। বিস্তৃর্ণ এলাকা জুড়ে ভুট্টার খেত।কৃষকের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.