প্রতিনিধি 12 March 2025 , 5:52:48 প্রিন্ট সংস্করণ
মাহমুদুল হাসান রনি
আগামী ১৫ মার্চ দিনব্যাপী চলবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে মাদারীপুর জেলায় মোট ১৫০০টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ৭৪ হাজার ৮০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৯৮৬ জন শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫২ হাজার ৮২১ জন শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদযাপন উপলক্ষে মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং সভায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়।
এ বিষয়ে মাদারীপুর সিভিল সার্জন প্রতিনিধি খলিলুজ্জামান হিমু জানান, এ বছর জেলার ৪টি উপজেলা ও ২ টি পৌরসভায় মোট ১৫০০ টি কেন্দ্র পরিচালনা করে ১ লাখ ৭৪ হাজার ৮০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য মোট ৩ হাজার জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
এ সভায় মাদারীপুর সিভিল সার্জন প্রতিনিধি খলিলুজ্জামান হিমুর সভাপতিত্বে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।