অন্যান্য

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কালিবাড়ী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ । 

  প্রতিনিধি 25 March 2025 , 11:29:15 প্রিন্ট সংস্করণ

 

হীরা ব্যুরো চীফ মাদারীপুর।

 

 

মাদারীপুর রাজৈর যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে জেলার রাজৈর উপজেলার কালিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজ ও কালিবাড়ির মাঝামাঝি স্থানে আসলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উলটে খাদে পড়ে যায়। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ।

 

 

 

এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুলকে (৩০) ঢাকার পঙ্গু হাসপাতাল ও একই উপজেলার আসাদের স্ত্রী শারমিনকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। এ ছাড়া বেতাগি উপজেলার মহর আলী খলিফার ছেলে মোতালেবকে (৫০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

 

 

অন্যান্য আহতরা হলেন—বরগুনার বেতাগি উপজেলার আছাদের মেয়ে পপি, একই উপজেলার চাদখালী গ্রামের মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গোফুরের ছেলে সোহেল, একই উপজেলার শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা। তাদেরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের কে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

 

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। কোনো নিহতের ঘটনা ঘটেনি। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

আরও খবর

মিলেমিশে চলছে সোনাদিয়া দ্বীপ ধ্বংসের প্রতিযোগিতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিবন্ধী প্রজন্ম বলায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলার নির্দেশ

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক-৩

সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মণিরামপুরে সাবেক মন্ত্রী তরিকুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

                   

জনপ্রিয় সংবাদ