অন্যান্য

মাদারীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বাংলাদেশে পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়।

  প্রতিনিধি 7 September 2025 , 1:58:29 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার।

আজ রবিবার ৭ সেপ্টেম্বর,২০২৫ বিকাল ৩:৩০টায় মাদারীপুর জেলা প্রশাসক মোসা: ইয়াসমিন আক্তার ও মাদারীপুর পুলিশ সুপার মোঃ নাইমুল হোসেন এর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার সম্মানিত উপদেষ্টা শ্রী প্রবীর সাহা, আহ্বায়ক শ্রী জীবন বোস, যুগ্ম আহ্বায়ক শ্রী হরিসাধন দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাজৈর উপজেলা শাখার আহ্বায়ক শ্রী বিপ্লব ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাজৈর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব শ্রী সনজীব কুমার দাস, এডভোকেট সত্যেন কুমার ঢালী প্রমুখ নেতৃবৃন্দ।
এবছরের শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন করতে মাদারীপুর জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হোসেন বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ