প্রতিনিধি 24 August 2025 , 12:47:19 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার: জাতীয় দৈনিক চেতনায় বাংলাদেশ-এর পাঠক ও সংবাদপরিবারে নতুন মাত্রা যোগ হলো। মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন অভিজ্ঞ সাংবাদিক গোলাম সরোয়ার নাদিম। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাঠে সক্রিয় এই মানুষটি এর আগে দায়িত্ব পালন করেছেন দেশের দুটি পরিচিত দৈনিক গণমুক্তি এবং সকালের বাংলাদেশ-এ।
গোলাম সরোয়ার নাদিম মূলত অনুসন্ধানী সংবাদ, স্থানীয় উন্নয়ন ও সামাজিক ইস্যুকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। তাঁর কলমে উঠে এসেছে মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের নানা সমস্যা, সম্ভাবনা ও মানুষের না বলা গল্প। এই ধারাবাহিকতায় দৈনিক চেতনায় বাংলাদেশ-এ যুক্ত হয়ে তিনি পাঠকদের সামনে আরও গভীর, নিরপেক্ষ এবং সময়োপযোগী সংবাদ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, তাঁর যুক্ত হওয়ায় মাদারীপুর জেলার প্রতিটি প্রান্ত থেকে আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পাওয়া যাবে। স্থানীয় রাজনীতি, সংস্কৃতি, কৃষি, শিক্ষা এবং সাধারণ মানুষের জীবনধারার খুঁটিনাটি বিষয় এখন আরও শক্তিশালীভাবে প্রতিফলিত হবে জাতীয় অঙ্গনে।
দৈনিক চেতনায় বাংলাদেশ কর্তৃপক্ষ মনে করছে গোলাম সরোয়ার নাদিমের অভিজ্ঞতা, দক্ষতা এবং সংবাদপ্রীতি পত্রিকার গতিশীলতা ও বিশ্বাসযোগ্যতাকে আরও বাড়িয়ে তুলবে। পাঠকরা খুব শিগগিরই তাঁর লেখা এবং অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে নতুন স্বাদ ও ধারার সঙ্গে পরিচিত হবেন।