প্রতিনিধি 24 June 2025 , 10:33:02 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার ।
২৪ জুন রোজ মঙ্গলবার সকাল ১০-৩০ মিনিটের সময় উপজেলা ফুড গোডাউন থেকে মাদারীপুর রাজৈর উপজেলা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক এর উপস্থিতে এলাকার কৃষকের মাঝে ২৭৫০ টি নারিকেলের চারা বিতরণ করেন । উক্ত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক, রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতী ছন্ধ্যা দেবনাথ, সহকারী কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা রিমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশানা আরা উপস্থিত নির্বাহী অফিসার কৃষকদের মাঝে উপদেশমূলক সংক্ষিপ্ত মূল্যবান কথা বলেন এলাকায় পরিবেশ দূষণ রোধ করতে গাছ লাগানো বিশেষ প্রয়োজন তাই রাজৈর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন গাছের চারা বিনামূল্যে বিতরণ করে থাকে, ফলজ , বুলোজ যেকোনো গাছ আপনারা পরিচর্যা করবেন, সেখান থেকে ফলের গাছ লাগিয়ে ফল পরিবারের সবাই ভোগ করতে পারবেন এবং বনোজ গাছ ১০ বছর পরে আপনারা হাজার হাজার টাকায় বিক্রি করে সংসারে প্রয়োজন মেটাতে পারবেন গাছ আমাদের অক্সিজেন দেয় , সবাই গাছ লাগাবেন গাছের পরিচর্যা করবেন।